ডেভন কনওয়ে-ড্যারিল মিচেলের দুরন্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন এখন ৩১৯ রান।
শুরুর বিপদ সামলে দাপুটে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে-ড্যারিল মিচেলের ১৫৯ রানের পার্টনারশিপে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করেছে কিউইরা।
ডেভন কনওয়ের ফেরেন ১২৬ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলে। তার ১১০ বলের ইনিংসে ছিল ১৭টি চারের মার। শতক হাঁকিয়েছেন ড্যারিল মিচেলও। তিনি খেলেন ১০০* রানের হার না মানা চমৎকার এক ইনিংস। তার ৯২ বলের ইনিংসে ছিল ৯টি চার আর দুটি ছক্কার মার। দুজনেই তৃতীয় ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন।
৩টি উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
তার আগে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। তাই শুরুতে বল হাতে মাঠে নামে টাইগাররা।
সংক্ষিপ্ত ইনিংস:
নিউজিল্যান্ড: ৩১৮/৬, ৫০ ওভার (ডেভন ১২৬, মিচেল ১০০*, গাপটিল ২৬, নিকোলস ১৮ ও লাথাম ১৮; রুবেল ৩/৭০)।