দুর্দান্ত বোলিং করে চলেছে টাইগাররা। রুবেল-তাসকিনের পর বল হাতে তোপ দাগিয়েছেন সৌম্য সরকার। বিদায় করেছেন কিউই ক্যাপ্টেন টম লাথামকে (১৮)। ১২০ রানে চার উইকেট হারিয়ে খানিকটা চাপে রয়েছে স্বাগতিকরা।
তার আগে পেসার রুবেল হোসেন শিকার করেন জোড়া উইকেট। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের (২৬) সঙ্গে নেন রস টেলরের উইকেটও (৭)।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাতটা হেনেছেন তাসকিন আহমেদ। তারকা পেসার সাজঘরে ফিরিয়ে দেন ওপেনার হেনরি নিকোলসকে (১৮)।
কিউইদের সংগ্রহ এখন ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান। উইকেটে রয়েছেন এখন ডেভন কনওয়ে (৪৮ ব্যাটিং) ও ড্যারিল মিচেল (৭ ব্যাটিং)।
এবারও টস ভাগ্য সহায় হলো না তামিম ইকবালের। এনিয়ে টানা তিন ম্যাচেই টস হারল বাংলাদেশ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। তাই শুরুতে বল হাতে মাঠে নেমেছে টাইগাররা।
প্রথম দুই ম্যাচে টস জিতে বোলিং করলেও এ ম্যাচের শুরুতে ব্যাট করছে নিউজিল্যান্ড। ফলে আগের দুই ম্যাচে শুরুতে ব্যাটিং করলেও এবার ফিল্ডিং করছে সফরকারীরা।