টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ওয়ান কেবলই আনুষ্ঠানিকতার।
সান্ত্বনার জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ক্যাপ্টেন তামিম ইকবালের দল। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেতে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচ হারলেই যে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে সফরকারীদের।
জয় পেতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে ক্রিকেটাররা। বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টায় ওয়েলিংটনে উড়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা। টিম হোটেলে পৌঁছেই ক্লান্তি দূর করতে সুইমিং সেশন করেছে তামিমরা।
শুক্রবার, ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কিউইদের বিপক্ষে খেলতে নামতে বাংলাদেশ।