সাভারে সাঈফ হাসান সেঞ্চুরির দেখা পেলেও হতাশ করেছেন তুষার ইমরান ও ইমরুল কায়েস। দুজনেই পরাস্ত হয়েছেন নার্ভাস নাইনটিতে। মাত্র এক রানের জন্য শতক থেকে বঞ্চিত হয়েছেন তুষার। ইমরুল সাজঘরে ফিরেন ১০ রানের আক্ষেপ নিয়ে।
তুষার ১১৭ বলে ১৩ চারে ৯৯ রান নিয়ে সতীর্থদের হৃদয় ভেঙে দেন সাজঘরে ফিরে। আর ইমরুল ১২৭ বলে ১০ চার ও দুই ছক্কায় ৯০ রানের দুরন্ত এক ইনিংস খেলে আবু জায়েদের বলে উইকেটের পিছনে জাকের আলীর গ্লাভবন্দী হন।
তুষার ও ইমরুলের ব্যাটিং দাপটে প্রথম ইনিংসে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ।
সিলেট বিভাগের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ ও এবাদত হোসেন।
তার আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট।