প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর ইংলিশদের হাতে ধরা দেয়নি জয়। উল্টো ভারতের কাছে হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
দাপুটে এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল ক্যাপ্টেন বিরাট কোহলির দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে ব্যাট হাতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে সফরকারী ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার জেসন রয়।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর।
জবাবে বিরাট কোহলি ও ইশান কিষানের ব্যাটিং দাপটে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১৬৬ রান সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা। এবং সেটা ১৩ বল হাতে রেখেই।
ম্যাচসেরা ইশান কিষান ৫৬ রান নিয়ে ফিরলেও অধিনায়ক কোহলি খেলেন হার না মানা ৭৩ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস।
ইংলিশদের হয়ে একটি করে উইকেট নেন স্যাম কারান, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।