পেলে থেকে মাশরাফি শোকাহত সবাই

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 09:37:34

কিংবদন্তিদেরও কিংবদন্তি তিনি। বিশ্ব ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। তার হঠাৎ মৃত্যুর খবরে শোকাহত গোটা বিশ্ব। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দিয়োগো ম্যারাডোনা। বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছিলেন। কিন্তু এবার আচমকা ভক্তরা পেলেন ৬০ বছর বয়সী এই মহাতারকার মৃত্যু সংবাদ!

তার চলে যাওয়ার খবরে স্তব্ধ সবাই। শোক জানালেন মাশরাফি বিন মর্তুজাও। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখছেন শ্রদ্ধাঞ্জলী, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলোনা, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।

তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবি গুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর। দি ড্রিবলিং মাস্টার, দিয়াগো আরমান্দো মারাদোনা।’

ম্যারাডোনার সঙ্গে যার তুলনা করা হতো সেই কিংবদন্তি পেলেও শোকাহত। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এ লিজেন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমরা একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলব।’  তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল লিজেন্ডের টুইট, ‘দুঃখের খবর। আমি আমার অসাধারণ এক বন্ধুকে হারালাম। এখন অনেক কিছুই বলা হবে। আপাতত তার পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন সৃষ্টিকর্তা। আশা করছি আমরা একদিন স্বর্গে ফুটবল খেলব।’

শ্রদ্ধা জানিয়েছেন আরেক মহাতারকা লিওনেল মেসিও। যার সঙ্গে ম্যারাডোনার সম্পর্কটা গুরু-শিষ্যের। যিনি ম্যারাডোনারই দেশের ছেলে। আর্জেন্টাইন এই ফুটবলার লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন এবং ফুটবলের জন্য একটি অত্যন্ত দুঃখের দিন । সে আমাদের ছেড়ে চলে যায় কিন্তু ছেড়ে যায় না, কারণ ডিয়েগো চিরন্তন। আমি তার সাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলি গ্রহণ করি এবং তার পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাতে চাই । শান্তিতে থাকুন।’

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার টুইটারে লিখেছেন, ‘আর্জেন্টিনা থেকে জানানো হয়েছে ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আমার প্রজন্মে তিনি অনেক ব্যবধানে এগিয়ে থাকা সেরা ফুটবলার আর সর্বকালের সেরা।’

লিনেকারের কথাটাই হয়তো সত্য। ম্যারাডোনাই সর্বকালের সেরা!

এ সম্পর্কিত আরও খবর