বুধবার, ১৮ নভেম্বরের সকাল।
মিরপুরে হোম অব ক্রিকেটে সাকিব অনুশীলনে এলেন। তার গায়ের সঙ্গে লেগে থাকলেন একজন গানম্যান। এমনকি মাঠে সাকিব যখন অনুশীলন করছিলেন তখনো তিনি ছিলেন আশেপাশেই। সাকিবের নিরাপত্তার জন্য নতুন এই ব্যবস্থা নিয়েছে বিসিবি।
সম্প্রতি সিলেটের মহসিন তালুকদার নামের এক ব্যক্তি সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন। র্যাব অবশ্য সেই হুমকি প্রদানের একদিনের মধ্যেই তাকে গ্রেফতার করে। বিসিবি এই পরিস্থিতিতে সাকিবের বাড়তি নিরাপত্তার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে এখন একজন গানম্যান সবসময় সাকিবের নিরাপত্তায় থাকছেন।
এই প্রসঙ্গে বার্তা২৪কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন-‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতেই আমরা একটু বাড়তি সতর্কতার অংশ হিসেবেই এই ব্যবস্থা নিয়েছি। সাকিব নিজেও এখন ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভোগার কথা আমাদের জানিয়েছিলেন। একটু ডিসকমফোর্ট অনুভব করছিলেন তিনি। তাই আমরা তাকে স্বস্তি দেয়ার জন্য এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।’
শুধু মাঠে নয়, সাকিবের সঙ্গে এই গানম্যান এখন তার বাসায়ও নিরাপত্তায় থাকবেন। বিসিবি প্রধান নিবার্হী বলছিলেন-‘সাকিবকে হুমকি প্রদানকারী ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই আটক করতে সক্ষম হয়েছে। তাকে আইনের আওতায় এনেছে। এটাও অনেক স্বস্তির বিষয়।’
তবে বিসিবি প্রধান নির্বাহী সাকিবকে এভাবে হুমকি প্রদানের বিষয়টিকে বিছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান। তিনি বলছিলেন-‘এটা নিয়ে আমরা খুব বেশি যে উদ্বিগ্ন, তা কিন্তু নয়। তবে আমরা আমাদের ক্রিকেটারদের সবরকম নিরাপত্তা নিশ্চিত করতে চাই। মানসিকভাবে তাদের প্রফুল্ল ও স্বস্তিতে রাখতে চাই।’