পুরুষদের দশ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছেন উগান্ডার জোশুয়া চেপতেগেই। ভ্যালেন্সিয়াতে বিশ্ব রেকর্ড হয়েছে আরও একটি। মেয়েদের পাঁচ হাজার মিটারে রেকর্ড ভেঙেছেন ইথিওপিয়ার লেতেসেনবেত গিদে।
২৪ বছরের চেপতেগেই নতুন রেকর্ড গড়তে সময় নিয়েছেন ২৬ মিনিট ১১.০০ সেকেন্ড। ইভেন্টটিতে আগের বিশ্ব রেকর্ডটি ছিল কেনেনিসা বেকেলের। ১৫ বছর আগে ৬.৬২ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
২২ বছরের গিদে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ড। ২০০৮ সালে আগের রেকর্ডটি করেছিলেন তিরুনেশ দিবাবা। তার টাইমিং ছিল ১৪ মিনিট ১১.১৫ সেকেন্ড।
দুজনেই অসাধারণ এই কৃতিত্ব দেখিয়েছেন এনএন ভ্যালেন্সিয়া ওয়ার্ল্ড রেকর্ড ডে’তে।