জার্মান একটি সংস্থার বিচারে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করাকে দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “যুদ্ধ করে যারা স্বাধীনতা অর্জন করেছিনে, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন যারা, তারা অত্যন্ত লজ্জাবোধ করছে। সরকার স্বৈরতান্ত্রিক হয়ে আজকে এই অবস্থায় নিয়ে গেছে।”
বিশ্বের ১২৯টি দেশের অবস্থা পর্যবেক্ষণ করে জার্মান সংস্থা 'বেরটেলসম্যান স্টিফটুং'র করা ‘স্বৈরতান্ত্রিক দেশ’র তালিকায় বাংলাদেশের ঢোকার খবরটি শুক্রবার প্রকাশ করে বিবিসি বাংলা।
শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গটি তোলেন বিএনপি মহাসচিব। তার দলের নেতারা বলে আসছেন, আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ গণতন্ত্রহীন হয়ে পড়েছে।
ফখরুল বলেন, “যে কথাগুলো আমরা বলে আসছিলাম, তা আজকে বিশ্বস্বীকৃত হয়েছে এবং এটা প্রতিফলন হয়েছে ওই প্রতিবেদনে।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মতামত শুনতে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ৩৭টি দল গঠন করেছে বিএনপি। তারা ২০ এপ্রিলের মধ্যে ৭৮টি সাংগঠনিক জেলা সফর করবেন।
ফখরুল বলেন, “এই রাজনৈতিক সফরসূচির উদ্দেশ্য শুধু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও সামনে কী করণীয় আছে, সেই বিষয়গুলো নিয়ে।”