জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রবের সঙ্গে তার উত্তরার বাসায় বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের তিন নেতা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এই বৈঠক হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন বিএনপি'র মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, জোটটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী।
গত ১ আগস্ট বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন আ স ম আব্দুর রব। বৈঠকে নেতারা তার শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। একই সঙ্গে জোট-দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সামনের জোটের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় বলেও শায়রুল কবির খান জানান।
তবে ঐক্যফ্রন্টের আরেক শরিক দল নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন না।