লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও বর্তমানে খালেদা জিয়ার বয়স বিবেচনায় নিয়ে তাকে চিকিৎসার জন্য মুক্তি দিন।’
শুক্রবার (২ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ের বিএফডিসি'র মোড়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় মুক্তি মঞ্চের ব্যানারের সম্মেলন করা হয়।
বীর বিক্রম অলি আহমদ বলেন, 'মহামান্য সুপ্রিমকোর্টের জজ সাহেবদের কাছে অনুরোধ করব, খালেদা জিয়ার বয়স, অবদান ও তার স্বামী জিয়াউর রহমানের অবদান বিবেচনায় নিয়ে তাকে চিকিৎসার জন্য অবিলম্বে মুক্তি দিন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার সব মামলায় জামিন হয়েছে। আমরা আশা করেছিলাম হাইকোর্টে খালেদা জিয়ার বয়স, অবদান, শহীদ জিয়ার অবদান চিন্তা করে জামিন দেবেন। বিচার পাব। খালেদা জিয়া প্রতিশোধপরায়ণের রাজনীতি করেননি। যদি করতেন তাহলে আওয়ামী লীগের অনেকেই দেশদ্রোহীর অপরাধে ফাঁসিতে ঝুলতো। হুসেইন মুহম্মদ এরশাদ জিয়াউর রহমান ও মঞ্জুর হত্যায় ফাঁসির কাষ্টে ঝুলতেন। তিনি এই কাজগুলো করেননি।’
তিনি বলেন, ‘জনগণকে বলব, ঘরে বসে থাকার সময় শেষ। দেশের ক্ষতি হোক এমন কিছু না করে ছোট ছোট মিছিল, মিটিং করেন। প্রত্যেক জায়গায় একত্রিত হন। বেগম জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হন।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশে যখন ডেঙ্গু মহামারি, তখন স্বাস্থ্য মন্ত্রী মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী লন্ডনে এখন কী করছেন এ বিষয়ে দেশের মানুষ অবগত নয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, এলডিপি'র মহাসচিব রেদয়ান আহমেদ প্রমুখ।