সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরশাদ এক অপরিহার্য নাম।’
রোবাবার (১৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
বঙ্গবীর বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর পুনরায় রাজনীতি করতে পারেননি, এ ক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু রাজনীতিই করেননি জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন।’
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন।