রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় গত সোমবার খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত।
এ গ্রেফতারি পরোয়ানা জারিকে আক্রোশমূলক ও গভীর ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি এ পরোয়ানার বিরুদ্ধে গত তিন দিন ধরে বিক্ষোভ করছে।