জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত প্রতি মামলায় এক লাখ টাকা করে দুই লাখ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
আদালত দুটি শর্তে খালেদা জিয়াকে জামিন দেন। প্রথম শর্ত- দুই মামলায় এক লাখ টাকা করে বন্ড এবং দুজন জামিনদার হতে হবে; দ্বিতীয়- চিকিৎসার জন্য বিদেশে গেলে আদালতের অনুমতি নিতে হবে।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত তিন মাস ধরে লন্ডনে অবস্থান করছিলেন খালেদা জিয়া। এর মধ্যেই গত ১২ অক্টোবর দুর্নীতির দুই মামলায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
বুধবার বিকেলে ঢাকায় পৌছেন খালেদা জিয়া।