মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় নেয়া ক্যাম্পগুলো পরিদর্শন করতে ২৯ অক্টোবর কক্সবাজার যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানায়, রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে দেখতে ২৮ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন বিএনপি চেয়ারপারসন। সেখানে রাত্রিযাপন করে পরদিন উখিয়া-টেকনাফে যাবেন তিনি।