রোহিঙ্গাদের খোঁজ নিতে কক্সবাজারে উদ্দেশ্য যাওয়ার পথে দফায় দফায় হামলা ও বাধা পেরিয়ে শনিবার রাত ১০:৫০ এর দিকে চট্টগ্রাম পৌছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা।
তাদের হামলায় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া ভাংচুর করা হয় অর্ধশত গাড়ি।
ফেনী শহরে প্রবেশের চার কিলোমিটার আগে মোহাম্মদ আলী বাজারে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায়।
এ সময় বিএনপির নেতাকর্মীদের বহনকারী গাড়ি এবং বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন সংস্থার সাংবাদিক বহনকারী অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয়।