গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, খুন-হত্যা-ধর্ষণ, যানজট ও দুর্নীতির মত নানামুখী সংকটে থাকা বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানো জনগণকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে।
সোমবার (১ জুলাই) রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী গণমাধ্যমে এ বিবৃতি পাঠান।
প্রাকৃতিক গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে কাদের সিদ্দিকী বলেন, গ্যাসের এ বর্ধিত মূল্য জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে। কোন সরকার জনগণের প্রতি এমন নির্মম হতে পারে না। এ সরকার যদি জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধ থাকত তাহলে তারা এমন সিদ্ধান্ত নিতে পারত না।