শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়েও একমত হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের বৈঠকে সব নেতারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেন তারা।
একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ৮ বিভাগে জনসভা করারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
বৈঠক সূত্র জানায়, মেয়াদের তিন মাস আগে সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া দাবির পক্ষে জনমত গড়ে তোলা হবে বলেও বৈঠকে জানানো হয়।
সরকার দাবি না মানলে রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহবান জানান খালেদা জিয়া।