অবলীলায় মিথ্যা কথা বলা হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 23:50:19

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, ‘অবলীলায় মিথ্যা কথা বলা হচ্ছে। একটি অবৈধ সরকারের প্রধান, যদি মিথ্যা কথা বলতে থাকে, একই কথা বার বার বলতে থাকে, কিছুদিন পর মানুষ মনে করে বোধহয় এটাই সত্যি।’

অতীতেও এটা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সিপিবি'র কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রি-বার্ষিক ৪র্থ জাতীয় কাউন্সিলে  বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল তার এ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, 'গত পরশু, আমাদের দখলদার প্রধানমন্ত্রী বললেন, বিএনপির বিরুদ্ধে একটা মামলাও মিথ্যা নয়। এটা এ দেশের মানুষ বিশ্বাস করবে?

তিনি বলেন, ‘ম্যাডামের একটি মামলায় আমরা কোর্টে ছিলাম। এর মধ্যেই খবর এলো আমাদের স্থায়ী কমিটির সদস্যদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। গায়েবি মামলার প্রথম মামলা।’

‘এটা কি ছিল, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা হাতিরঝিলে বসে নাশকতার পরিকল্পনা করছি। যার কোনো ভিত্তি ছিল না। পুলিশ বললো সেখান থেকে নাকি আমরা বোমা মেরে চলে আসলাম। এরপর হাজার হাজার মামলা হয়েছে যার কোনো ভিত্তি নেই।'

তিনি বলেন, আমরা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করেছিলাম। সে সংলাপে প্রধানমন্ত্রী মামলার নথিপত্র চাইলো এবং বললো ভুয়া মামলা সব উঠিয়ে নেওয়া হবে, আর কাউকে গ্রেফতার করা হবে না। আমরা সমস্ত মামলার নথিপত্র দিলাম, পরে দেখা গেলো এই মামলার নথি দেখে নেতা-কর্মীদের গ্রেফতার, আটক করা হল। নির্বাচনের ক্যাম্পেইনে আসতে না দিয়ে নির্বাচনে জয়টা খুব সূক্ষ্মভাবেই করে ফেললো।'

বর্তমান সরকার অত্যন্ত সচেতনভাবে, চক্রান্তকারীদের সঙ্গে আপোষের মাধ্যমে ক্ষমতায় ঠিকে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব ফখরুল বলেন,  ‘১/১১ সময়কালে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে সূক্ষ্মভাবে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। ২০০১ সালের পর থেকে এই কার্যক্রম শুরু করে। যার ফলশ্রুতিতে বাংলাদেশকে রাজনীতিহীন করতে, বিকেন্দ্রীকরণ, রাজনীতিক ষড়যন্ত্র, ১/১১ আমরা দেখতে পেয়েছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও বলেছিলেন ওই সরকার তাদের আন্দোলনের ফসল।'

বিএনপি পরাজিত হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'নির্বাচনে কে বলেছে আমাদের পরাজয় হয়েছে? পরাজিত হয়েছে তো আওয়ামী লীগ। তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা এখন জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলে, আমাদের বুকের ওপর যে জগদ্দল পাথর, দানব বসে আছে তাদেরকে সরিয়ে দেবো।

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে দলটির মহাসচিব বলেন, তিনি(খালেদা)অত্যন্ত অসুস্থ। পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতাল সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সরকার যা বলবে তারা তাই করবে। সেখানে সুষ্ঠু চিকিৎসা হবে বলে আমরা মনে করি না।

মনে করি না বলেই সরকার পক্ষকে আমরা বারবার জানিয়েছি উনার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করতে হবে।

তিনি জানান, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোথাও কোনো সমস্যা নেই। আমরা এককভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির  স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর