বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যের পতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেন, ‘একটি বৈষম্যহীন সমাজ মানেই হল সমাজকে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া বৈষম্যহীন সমাজ গঠন করা অসম্ভব।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আ ন ম শামসুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দীন শিকদার।
এসময় উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা প্রমুখ।
বিশেষ অতিথি উত্তর জেলার আমির আলাউদ্দীন শিকদার বলেন, ‘পতিত হাসিনা সরকার সমাজ থেকে বৈষম্য দূর করার নামে দেশের সকল স্তরে বৈষম্য সৃষ্টি করেছে। তারা তাদের দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষদের কোথাও কোনো স্থান দেয়নি।’
সভাপতির বক্তব্যে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। সমাজের একশ্রেণীর মানুষ ইসলামকে ভিন্নভাবে উপস্থাপন করে ইসলামকে কলঙ্কিত করেছে।’