একাত্তরের চেতনা নিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2024-12-22 20:54:54

'একাত্তর আমরা ভুলতে পারি না। একাত্তরে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে। ৯ মাস যুদ্ধের পর আমরা নিজেদের জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি। এই চেতনা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।'

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা ছাত্রদের ধন্যবাদ দিতে চাই। তারা বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে আবার গণতান্ত্রিকভাবে দেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। তার জন্য আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু নির্বাচনের কথা বললে অনেকে অসন্তুষ্ট হয়। তাদের বলতে চাই হ্যা আমরা নির্বাচন চাই। কারণ আমরা চাই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক। যারা সংসদে গিয়ে আমাদের জন্য কাজ করবে। এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে গণতান্ত্রিক দেশ গড়ার দিকে কাজ করতে হবে। 

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে। হাসিনা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এই দেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাস করি। পূজোয় এখানে মন্দির পাহাড়া দিয়েছে আমাদের লোকজন। তারা আমাদের মিথ্যা অপপ্রচার চালিয়ে বিপদে ফেলতে চাচ্ছে। আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

'যারা লুটপাট করে তাদের সরিয়ে দিতে হবে। কেউ যেন আমাদের দেশের উপর অন্যায়ভাবে হাত না দেয় সেই ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি। আলেম-ওলামাদের ফাঁসি দিয়েছে। আমাদের রাজনীতিবিদদের ধরে নিয়ে গেছে, জেলে দিয়েছে। এইভাবে কেউ যেন আর অন্যায় করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে'- বলছিলেন ফখরুল।

ঘুষের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যেখানেই যাচ্ছেন সেখানেই ঘুষ চাচ্ছে। ঘুষ আমরা আর দিবো না। আপনারা সবাই রুখে দাঁড়াবেন। যে ঘুষ চাইবে তাকে ধরে পুলিশে দিবেন। আবার পুলিশতো ঘুষ খায়। কিন্তু আমরা এই পুলিশ পরিবর্তন করতেছি। এই পুলিশ এখন জনগণের পুলিশ হবে। এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি।

বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভায় অন্যদের মধ্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুল খালেক, বিএনপির চেয়ারম্যান পারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বেবি নাজনীন, বিএনপি নেতা ইশরাক হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওমাদ জমিরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি মহাসচিব আগস্ট বিপ্লবে নিহত ৬টি পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর