সরকার নিজেরাই দুর্নীতি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টাস ইউনিটিতে জাগপার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, মিথ্যা প্রচারে জনগণকে বিভ্রান্ত করে দল ভাঙার চেষ্টা করছে সরকার।
দুর্নীতি দমন কমিশন-দুদকের সমালোচনাও করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ক্ষমতাসীনদের কাছে দেশের অস্তিত্বের কোনো মূল্য নেই।
অর্থনৈতিক, গণতান্ত্রিক এবং মানবাধিকার নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ের মত এত বড় দু:সময় দেশে আর আসেনি। কেবল সমাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, দেশ রাষ্ট্র আর রাজনীতি রক্ষায় তরুণদের পথে নেমে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিই এখন প্রধান দাবি বলে উল্লেখ করেন তিনি