মির্জাগঞ্জ কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের পরদিনই বিলুপ্ত

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-10-13 14:08:18

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের পরদিনই বিলুপ্ত করা হয়েছে।

গত শুক্রবার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার এক পত্রের মাধ্যমে ৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।

এক দিন পর শনিবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার।

আহ্বায়ক মো. রাসেল মোল্লা এবং সদস্যসচিব গোলাম রসুল হাওলাদার মিলনকে নিয়ে গঠিত কমিটি বাতিলের কারণ হিসেবে বলা হচ্ছে, রাসেল মোল্লা সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে দলের নির্দেশনা উপেক্ষা করে তালা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন, যা দলের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জেলা কৃষক দলের সদস্যসচিব তরিকুল ইসলাম ইভান জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং নীতির প্রতি সম্মান জানাতে কমিটি বাতিল করা হয়েছে। নতুন কমিটি গঠনের জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে।

কমিটি বিলুপ্তির বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

এ সম্পর্কিত আরও খবর