বিদেশিদের কথা শুনে বউকে ডিভোর্স, এটা হয় না: কর্নেল অলি

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:35:26

‘বিদেশিদের কথা শুনে আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দেবেন এইটা তো হয় না। আপনাকে চিন্তা করতে হবে আপনার জন্য কোনটা ভালো।’ জামায়াতে ইসলামী প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব:) অলি আহমদ।

তিনি বলেন, ‘প্রথমে বলতে হবে জামায়াতের যারা এই দেশে আছেন তারা এই দেশের বাসিন্দা কিনা, তারা এই দেশের নাগরিক কিনা। কারণ, তারা যদি এই দেশের নাগরিক হয়, তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সাংবিধানিকভাবে? যদি থাকে, তাহলে তারা তো রাজনীতি করতেই পারবে।’

শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর তেজগাঁও এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল (অব:) এসব কথা বলেন।

‘জামায়াতে ইসলামী নিয়ে ২০ দলীয় জোট ও জোটের বাইরে অস্বস্তি রয়েছে। পাশাপাশি জামায়াতকে ছাড়ার ব্যাপারে আন্তর্জাতিক মহলে চাপ রয়েছে এ বিষয়ে আপনারা কিছু ভাবছেন কিনা’ সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়।

জবাবে অলি আহমদ বলেন, ‘আন্তর্জাতিক মহল থেকে কে চাপ দিয়েছে জানি না। তবে আমার সঙ্গে কথা হয়নি।’

তিনি বলেন, ‘সরকার বা আমরা যারা যেখানে আছি, এর জবাব তো আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা দিয়েছিল এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য সাহায্য করেছিল।’

‘সেই দিন তো জামায়াত খারাপ ছিল না। আপনারাও তো সাংবাদিক ছিলেন, তখন তো জামায়াতের বিরুদ্ধে আপনারা কলম ধরেননি। আজকে জামায়াতকে এতো ভয় পাচ্ছেন কেন। তারা যে নাগরিক না এটা ডিক্লেয়ার করে দেন না? তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়।’

কর্নেল অলি আহমদ বলেন, ‘এখন তো পুরো পার্লামেন্টই সরকারের। তো সরকার বলতে পারে, যারা জামায়াতের সদস্য, তারা এই দেশের নাগরিক না।’

‘আর যদি না হয়ে থাকে, (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি) জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, সেখানেও তো বলেন নাই, জামায়াত ব্যতীত জাতীয় ঐক্য। এটা কি বলা হয়েছে? রাষ্ট্রপতি কি এটা বলেছেন? যদি না বলে থাকেন তাহলে, প্রশ্নটা অবান্তর।’

এ সম্পর্কিত আরও খবর