আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপিসহ নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ দলীয় যৌথসভা শুরুর আগে গণমাধ্যমের তিনি এই কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনারা জানেন, আগামী ২৩ জুন বাংলাদেশের আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দেশব্যাপী সকল সহযোগী সংগঠন তা উদযাপন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী ঢাকা মহানগরে র্যালি করবে। সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে নানারকমের সংকট কাটিয়ে আজকের আওয়ামী লীগ।
তিনি বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে তার সব কিছু আওয়ামী লীগের হাত ধরে এসেছে। শেখ হাসির আপোষহীন নেতৃত্বের মাধ্যমে অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ নেত্বতে মধ্যম আয়ের দেশে থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।