বিএনপির মধ্যে এখন চরম হতাশা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২৮ জানুয়ারি) বিকেলে নীলফামারী শহরের শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষকে ভালোবাসে না। তারা দেশে অগ্নিসংযোগ করেছে, ট্রেন পুড়িয়েছে। তাদের ওপর আল্লাহ নারাজ হয়েছে গেছে। তাই, ওরা গোমড়া হয়ে গেছে।
তিনি বলেন, যারা এভাবে মানুষ হত্যা করে, তাদের সাথে দেশের মানুষ নেই। তাই, বিএনপির মধ্যে এখন চরম হতাশা দেখা দিয়েছে।
গৃহহীনদের ঘর দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যে মানুষগুলো কখনো স্বপ্ন দেখেনি পাকা ঘরে থাকবে, তারা জমিসহ ঘর পেয়েছে। যারা আগে বৃষ্টিতে অন্যের আঙিনায় ঠাঁই নিতো, তারা এখন নিজের ঘরে থাকছেন।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হকের সঞ্চালনায়, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দিন ফরাজীসহ নীলফামারীর জেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।