দীর্ঘদিন পর কার্যালয়ের চেয়ারে বসে ভালো লাগছে: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-11 13:05:22

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, 'নিজের জায়গায় বসতে কার না ভালো লাগে। আড়াই মাস পর নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কার্যালয়ে আসছেন। কার্যালয়ের চেয়ারে বসতে পেরে ভালো লাগছে।'  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বন্ধ থাকা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে দলীয় চেয়ারে বসে নিজের অনুভূতি প্রকাশের সময় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, 'দলের হাজার হাজার নেতা কর্মী কারাগারে, মহাসচিবও কারাগারে । এমন অবস্থায় কার্যালয়ে কিছুটা খারাপ লাগছে। দেখছেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে কার্যালয়। এটা তাদের অন্যায়ের চির প্রমাণ।' 

বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, 'বার বার পুলিশের কাছে কার্যালয়ের চাবি চাইলেও তারা দেন নাই। বাধ্য হয়ে আজ তালা ভেঙে ভিতরের প্রবেশ করতে হয়েছে। বিকেল ৩ টায় দলীয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।' 

উল্লেখ, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আনুষ্ঠানিকতায় রাজনৈতিক উৎসবে বিএনপি কর্মীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। নাশকতা ও বিচারপতির বাস ভবনে হামলার অভিযোগ উঠে দেশের সবথেকে বড় বিরোধী দল বিএনপির নেতা কর্মীদের উপর। কার্যালয়ে তালা, গ্রেফতার আতঙ্কে নেতা-কর্মীরাও সে সময় থেকে আসেননি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। 

এ সম্পর্কিত আরও খবর