মনোনয়ন প্রত্যাহার করেছেন জাপা'র কো-চেয়ারম্যান ফিরোজ রশীদ

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-17 17:03:57

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এসে ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।

রোববার (১৭ ডিসেম্বর) বিষয়টি বার্তা২৪ ডট কমকে নিশ্চিত করেছেন তিনি।  

এদিকে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। যেখানে নাম নেই কাজী ফিরোজ রশীদের।

এছাড়া একই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

তফসিল অনুযায়ী, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামী ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক ও জাতীয় পার্টির জন্য ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ১৪ দলের শরিকদের ৬টি ও জাতীয় পার্টিকে ২৬টি আসন।

এ সম্পর্কিত আরও খবর