মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মন্ত্রী হলেও আমিও আপনাদের মতোই একজন মানুষ। গত ১৫ বছরে হয়তো আমারও কিছু ভুল হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে গাজীপুর-১ আসনের মৌচাক ইউনিয়নের বাঁশতলী গ্রামের বাসিন্দাদের মিলনায়তনে এসব কথা বলেন আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, গত ১৫ বছর আগে এই অঞ্চল কি ছিল, আর এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কত পাল্টে গেছে। রাস্তা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ হয়েছে, স্কুল কলেজ হয়েছে। যাদের জমি-ঘর ছিল না তারা জমি-ঘর পেয়েছে। আর যারা এখনো পাননি তারা আবেদন করুন আপনাদের জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে।
তিনি বলেন, বিএনপির আমলে এই এলাকায় কোনো সড়ক ছিল না। আমি ছোটবেলায় মকস বিলে মাছ ধরতে আসতাম। দেখতাম ধান ক্ষেতের আইল দিয়ে মানুষ চলাচল করতেন। আজ সেই অঞ্চল উন্নত হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আপনারা নানা সুবিধা ভোগ করছেন।
এসময় আ ক ম মোজাম্মেল হক জনগণের কাছে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের নানা কথা তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান সিকদার, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাবিবুল্লা বেলালী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান মতিন, আওয়ামী লীগ নেতা বোরহান সিকদার, ছাত্রলীগ নেতা লাবিবুর রহমান প্রমুখ।