আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে শরিক ১৪ দলের সাথে বসতে যাচ্ছে আওয়ামী লীগের। সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল এই আলোচনা অনুষ্ঠিত হবে।
আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ দলের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, রাতে আমরা আলোচনায় বসবো। আমরা আমাদের চাওয়ার কথা জানিয়েছি। আগের চেয়ে একটু বেশি আসন আমরা চাচ্ছি। আশা করি তারা (আওয়ামী লীগ) আমাদের কথা শুনবে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আটজন সংসদ সদস্য রয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ৫-৬ আসনে ছাড়ের কথা বলা হচ্ছে।