গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমানকে (৫৩) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি চলতি বছরের গত ২৯ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। এর আগে একইদিন সকালে ছাপড়হাটি গ্রাম থেকে গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আতাউর স্থানীয় শোভাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের বাসিন্দা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাপড়হাটি গ্রাম থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে একইদিন বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।