নরসিংদীর ৫ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, নরসিংদী | 2023-12-01 13:30:26

 

নরসিংদী জেলার ৬টি উপজেলার ৭১ টি ইউনিয়ন ও ৬টি পৌরসভা নিয়ে ৫ আসনে সংসদ নির্বাচন হয়ে থাকে। অন্যান্য সময়ের মতো এবারও দ্বাদশ সংসদ নির্বাচন ৫টি আসনেই হতে যাচ্ছে। এ বছর ৫টি আসনে সরকার দলীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি প্রতিটি আসনে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নতুন কয়েকটি দলের প্রার্থীসহ মোট ৪৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক (আওয়ামী লীগ), জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক ভূইয়া (জাতীয় পার্টি), মো: ছবির মিয়া (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আওলাদ হোসেন মোল্লা (জাকের পার্টি), নরসিংদীর পৌরসভার সাবেক মেয়র ও জেরা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: কামরুজ্জামান কামরুল (স্বতন্ত্র), শাজাহান মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো: ইকবাল হোসেন ভূইয়া, (বাংলাদেশ কংগ্রেস), মো: আক্তারুজ্জামান (স্বতন্ত্র), মো: জাকারিয়া (স্বতন্ত্র), মো: জলিল সরকার (তৃনমূল বিএনপি)।

নরসিংদী-২ (পলাশ) আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৭জন প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ), এ এন এম রফিকুল আলম সেলিম (জাতীয় পার্টি), জায়েদুল কবীর (জাসদ), পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচদোনা স্যার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুম বিল্লাহ (স্বতন্ত্র), সংবাদ পত্রিকার সম্পাদক আলতামাশ কবির মিশু (স্বতন্ত্র), পলাশ উপজেলা মহিলা লীগের সভানেত্রী আফরোজা সুলতানা ওরফে আফরোজা দিলীপ (স্বতন্ত্র) এবং সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন (স্বতন্ত্র)।

নরসিংদী-৩(শিবপুর) আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ১০জন প্রার্থী এরা হলেন- সাবেক এমপি মরহুম কিরন খান এর ছেলে ফজলে রাব্বি খান (আওয়ামী লীগ), এ এস এম জাহাঙ্গীর পাঠান (জাতীয় পার্টি), সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র), মুহাম্মদ নুরুজ্জামান (ইসলামী ঐক্যজোট), মো: মাসুম মৃধা (স্বতন্ত্র), সুশান্ত চন্দ্র বর্মন (তৃণমূল বিএনপি), মিরানা জাফরিন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শিবপুর উপজেলা মহিলা লীগের সভানেত্রী ফেরদৌসী ইসলাম ওরফে ফেরদৌস সিরাজ মোল্লা, (স্বতন্ত্র), মোহাম্মদ মাহফুজুর রহমান(গণফোরাম) ও ডা: মো: আলতাফ হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি)।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন প্রার্থী। এরা হলেন- বর্তমান শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, (আওয়ামী লীগ), মো: কামাল উদ্দিন (জাতীয় পার্টি), মো: ফয়সাল মিয়া (জাকের পার্টি), এমদাদুল হক ভুলন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো: হারুন অর রশিদ (বাংলাদেশ কংগ্রেস) ও মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম খান বীরু (স্বতন্ত্র)।

জেলার সর্ববৃহৎ ২৪টি ইউনিয়ন ও চরাঞ্চল নিয়ে নরসিংদী-৫ রায়পুরা আসন। এ আসনে এবার মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মো: শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মো: নাজমুল হক শিকদার (গণফ্রন্ট), আলহাজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা (ইসলামী ঐক্যজোট বাংলাদেশ), বিল্লাল মিয়া (জাকের পার্টি), সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মমতাজ মহল (বাংলাদেশ কংগ্রেস), মো: সোলায়মান খন্দকার (স্বতন্ত্র), মো: মাহফুজুর রহমান (জাসদ) এবং মো: বিটু মিয়া (বাংলাদেশ ন্যাশনালিস্ট প্রন্ট)।



এ সম্পর্কিত আরও খবর