নির্বাচনই জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম বলে জানিয়েছেন ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপ্রাপ্ত তৃৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুপ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন।
এম এ ইউসুপ, আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি আছি যাতে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বিরোধী দল ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। আমি মনে করি তারা যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজ আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি দুই একদিনের মধ্যেই জমা দেব।’