দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বিএনপিসহ অন্য দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে যাবে তারা দল।নির্বাচনে ৩৫ থেকে ৪০টা আসনে অংশগ্রহণ করবে ইসলামী ঐক্যজোট।
সংলাপের আয়োজন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিসহ অন্য দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের তারিখ পেছানো দরকার।
এদিকে, মনোনয়ন ফরম বিক্রির সময় আরও একদিন বাড়িয়েছে তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম চলছে।