দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে লড়তে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৪ দলীয় জোট শরিক গণ আজাদী লীগের সভাপতি এসকে সিকদার।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগের মনোনয়ন বিতরণ বুথ থেকে তিনি নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় এসকে শিকদার বলেন, আমরা ১৪ দল ঐক্যবদ্ধ। আমাদের দলের নিবন্ধন নেই, ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছি।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে সাতক্ষীরার দুই আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন নর্দান ইউনিভার্সিটির মালিক আবু ইউসূফ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।