রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
সাদা রঙয়ের একটি গাড়িতে করে তাকে সেখানে নেওয়া হয়।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।
একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও মামলার অন্য ৪ চার আসামিদের ১০ বছর সাজা দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারটি ঘষেমেজে পরিস্কার করা হয়। সেখানে আনা হয় খাটসহ বিভিন্ন আসবাবপত্র।