সারিয়াকান্দিতে আ’লীগ-বিএনপি সংর্ঘষে আহত ৬

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-16 16:15:47

বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে উভয় পক্ষের ছয় জন আহত হয়েছেন। এ সময় ধানের শীষ সমর্থকদের দুইটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল বাজারে সংর্ঘষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফাজ উদ্দিন বার্তা২৪কে জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহর থেকে যুবদলের ৩০ থেকে ৩৫ জন কর্মী মোটরসাইকেল যোগে নিজ বলাইল বাজারে গিয়ে ধানের শীষের স্লোগান দিয়ে ফাকা গুলি বর্ষণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুইটি মটর সাইকেল ভাঙচুর করা হয়।’ সংর্ঘষে যুবলীগের দুই জনসহ ছয় জন আহত হন বলে এফাজ উদ্দিন জানান।

আওয়ামী লীগ নেতার অভিযোগ মিথ্যা দাবি করে হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন রেজা বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে নিজ বলাইল বাজারে নৌকা মার্কার কর্মী সমর্থকরা হামলা চালিয়ে ধানের শীষের দুইটি মটর সাইকেল ভাঙচুর করে। এতে ধানের শীষের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন।’

এ ঘটনার পর হাসনাপাড়া বাজারে নৌকা মার্কার কর্মীরা ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলে এবং কর্মীদেরকে মারধর করে বলেও অভিযোগ শাহীন রেজার।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বার্তা২৪কে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ পৌছার আগেই সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর