জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৬ নারীকর্মী আটক

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম | 2023-08-30 12:50:10

জামায়াত-শিবিরের ৬ নারী সদস্যকে জিহাদি বইসহ আটকের করেছে পুলিশ। আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ডঘর এলাকা থেকে স্থানীয়রা আটক করে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জামায়াত-শিবিরের এ নারীকর্মীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, 'পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার আব্দুর রহমানের স্ত্রী শামছি খাতুন (৫৬), বেলতলা এলাকার আবুল কাশেমের স্ত্রী সেলিমা খাতুন (৫৩), মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৪), সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী মাহমুদা খাতুন (৫৫), চরশংকরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৩৪) এবং ঘরনাগড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী যুথী ইসলামকে (২৬) আটক করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'জামায়াত-শিবিরের ছয় নারীকর্মী সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইনের ভোট চাচ্ছিলেন। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধর্মীয় উস্কানি মূলক লিফলেট এবং জিহাদি বই পাওয়া গেছে। যা তারা বিতরণ করছিলো জনগণের মাঝে। স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠিয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর