দিকনির্দেশনা নিতে গণভবনে আ.লীগের তৃণমূলের নেতারা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:22:43

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ভবিষ্যৎ দিকনির্দেশনা নিতে গণভবনে প্রবেশ করেছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা।

রোববার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে গণভবনে নেতাদের প্রবেশ করতে দেখা যায়।

‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বিশেষ বর্ধিতসভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছেন।

বর্ধিতসভায় প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বলছেন, গত ১৫ বছরের টানা শাসনামলে আওয়ামী লীগের ভেতরে, তৃণমূলে দ্বন্দ্ব প্রকট হয়েছে। তৃণমূলের অনেক নেতার দুঃখ কিংবা হতাশা থাকতে পারে। দলীয় প্রধান শেখ হাসিনার সামনে তা প্রকাশ করতে পারলে ভুল-বোঝাবুঝির অবসান হবে। কোথাও হস্তক্ষেপের দরকার হলে সে ব্যাপারও ওই বৈঠকেই আলোচনায় আসতে পারে। এ জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তৎপরতা ও আগামী নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার আছে, যা তৃণমূলের নেতা-কর্মীদের বিভ্রান্তিতে ফেলছে। এই বিষয়ে স্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি।

১৫ বছরে সরকারের উন্নয়ন-অর্জনও বিপুল। এই উন্নয়নের প্রচার ও অপপ্রচারের জবাব দেওয়ার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর