আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত গভীর চক্রান্ত করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে নানক বলেন, ষড়যন্ত্রের পথ ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথে আসেন। আপনারা নির্বাচনে অংশ নিন।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন প্রচন্ড বিনয়ী, অলরাউন্ডার ও সর্বগুণে গুণান্বিত মানুষ। তিনি আমাকে বলেছিলেন ‘নানক আমি অল্প সময়ের মধ্যেই ফিরে আসব, কিন্তু ফিরে আসলেন না।’
আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ কামাল বাংলাদেশের তারুণ্যের অহংকার, যুব সমাজের অহংকার। লেখাপড়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ক ম বাহাউদ্দীন নাছিম বলেন, তিনি বিনয়ী ছিলেন, তার মধ্যে কোন অহংকার ছিল না। তার তুলনা অন্য কারো সাথে করা যায় না। তিনি কখনো আরাম-আয়েশ ভোগ বিলাসের পথে হাঁটেননি।
১৫ আগস্টের কথা স্মরণ করে তিনি বলেন, ৭৫ এর পর খুনিদের বিরুদ্ধে যে প্রতিবাদ করা উচিৎ ছিল আমরা সে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। এটা আমাদের কলঙ্ক, এই কলঙ্কের বোঝা আমাদের আজীবন বয়ে চলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শেখ কামাল ও পরিবারের অন্যান্য সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।