ধানের শীষের পোস্টারে, নৌকার মাইকে আগুন

বিবিধ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:43:13

বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি প্রার্থীর ধানের শীষের পোস্টারে ও আওয়ামী লীগ প্রার্থীর নৌকার প্রচার-মাইকে আগুন দেওয়ার পৃথক ঘটনা ঘটেছে।

বুধবার (১২ডিসেম্বর) সন্ধ্যার পর সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া বাজারে ও কালিতলা বেড়িবাঁধে এ ঘটনা দুটি ঘটে।

সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন রেজা বার্তা২৪কে জানান, বুধবার বিকালে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পোস্টার লাগানোর কাজ করে এবং  আরো দুই থেকে তিন হাজার পোস্টার অফিসে রেখে দেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসনাপাড়া বাজারে লাগানো ধানের শীষের পোস্টার সবগুলো আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলে নেয়। এরপর হাসনাপাড়া বাজারের পার্শ্বে সড়কে রেখে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরো বলেন, ‘এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি অফিসে রাখা ধানের শীষের পোস্টার বাহিরে বের করে এনে আগুন ধরিয়ে দেয়।’

এদিকে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিতলা বেড়িবাঁধে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার প্রচার-মাইকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সন্ধ্যার পর নৌকা মার্কার প্রচার চলাকালে বেড়িবাঁধে সরকার পাড়া নামক স্থানে প্রচার-মাইক আটকিয়ে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ‘ধানের শীষের পোস্টারে আগুন দেওয়ার ঘটনা কেউ থানায় জানায়নি। তবে নৌকা মার্কার প্রচার-মাইকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর