শাহবাগ থানার নাশকতার এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ডজনখানেকের বেশি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পরদিন শিমুল বিশ্বাসকে আদালতে হাজির করে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাওয়া হয়। মহানগর হাকিম সত্যব্রত সিকদার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।