তরিকত ফেডারেশনের আউয়াল বহিস্কৃত

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-09-01 11:56:01

 

তরিকত ফেডারেশনে সাবেক মহাসচিব ও লক্ষ্মীপুর- ১ সাংসদ এম এ আউয়ালকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে তরিকত ফেডারেশনের মহাসচিব শেখ রেজাউল হক চাঁদপুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। 

বিজ্ঞপ্তিতে, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ২৪ এর উপধারা শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বর্হিভুত কর্মকাণ্ডের কারণে বহিস্কার করা হয়।

এর আগে  চলতি বছরের ১৮ এপ্রিল   একই কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তার সদুত্তর না পাওয়ায় এবং তরিকত ফেডারেশনের বাহিরে গিয়ে ইসলামি ডেমোক্রেটিক এলায়েন্স নামে রাজনৈতিক জোট করেছেন যা গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র  লঙ্ঘন।  এ অনুযায়ীয় ৩০ এর উপধারা ১ এর বলে এম এ আউয়ালকে  বহিস্কার করা হয়েছে।

দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বার্তা২৪.কমকে বলেন, যেহেতু দলীয় ফেরামের সিদ্ধান্ত অনুযায়ী এম এ আউয়ালকে  গঠনতান্ত্রিক প্রক্রিয়া   বহিস্কার করা হয়েছে, সুতরাং আউয়াল  দলের কেউ নয়।

এ সম্পর্কিত আরও খবর