রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 14:39:47

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে এ সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (২৯ মার্চ) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড় সড়কে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে দলটি।

প্রতিবাদ সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে তা পুলিশি বাধার কারণে মূল সড়কে যেতে পারেনি। পরে নেতাকর্মীরা পুলিশি বাধায় মুখে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন।

এতে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম সম্পাদক আনিছুর জামান লাকু, মির্জা বাবর বাবলু, মহানগর কৃষক দলের সভাপতি শাহ্ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফিন হোসেন রুবেল, যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এখন মতপ্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই আটক করা হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে সরকারদলীয় সংগঠন ও পুলিশ বাহিনীর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে সরকারপ্রধানকে পদত্যাগের আহ্বান জানানো হয়।

সমাবেশে রংপুর মহানগর বিএনপির নেতারা ছাড়াও সহযোগী সংগঠন এবং ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিক্ষোভ সমাবেশ ঘিরে সকাল থেকেই দলীয় কার্যালয়ে পুলিশ মোতায়েন ছিল।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘এই কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য সেখানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ সমাবেশ চলাকালে কোনো বিশৃঙ্খলা হয়নি।’

এ সম্পর্কিত আরও খবর