কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার সুচিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।
দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা বলেছেন, দেশনেত্রী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, হার্ট, চোখ ও হাঁটুর সমস্যায় ভুগছেন। তার বিশেষজ্ঞ চিকিৎসকরা বার বার কারা ফটকে গেলেও তাদেরকে কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না।
“জরাজীর্ণ কক্ষে কী অবস্থায় তিনি (খালেদা জিয়া) জীবন-যাপন করছেন, আমরা জানি না। আমরা দেশনেত্রীর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সাথে তার সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।”
খালেদা জিয়ার মুক্তি আটকাতে সরকার আদালতের নথি পাঠাতে কালক্ষেপন করছে বলেও অভিযোগ করেন রিজভী।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত ৫ বছরের সাজা ঘোষণার পর থেকে পুরনো ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
তারা মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মানববন্ধন করে বিএনপি।
ঢাকায় এই কর্মসূচি থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান রিজভী।
একই সঙ্গে ঠাকুরগাঁও, কুষ্টিয়া, যশোরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানান তিনি।
ঢাকায় অবস্থান কর্মসূচির স্থান বদল
নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রিজভী জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি হওয়ার কথা ছিল, তার স্থান পরিবর্তন করা হয়েছে।
“৮ মার্চ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি হবে।”