রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 22:11:24

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চিকিৎসকদের একটি দল তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই তিনি (রিজভী) পুরোপুরি আরোগ্য লাভ করবেন।

উল্লেখ্য, গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা অনুভব করেন। পরে প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার সহকারী আরিফুর রহমান তুষার। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, উনার হার্ট এটাক করেছে।

হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর