গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 06:30:00

করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস বা যে কোনো বিষয়ে কোনো রকমের তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই-বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গুজব সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক করুন।

মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে এলে গুজব মোকাবিলায় ৯৯৯ অথবা তথ্য অধিদফতরের ফোন নম্বর ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ এবং ইমেইল- piddhaka@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত আরও খবর