দিনে ২৫০০ ছিন্নমূল মানুষের খাবার সরবরাহ করবে ডিএমপি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:49:32

প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনার নির্দেশনায় বলেন, রোববার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহ করবে ডিএমপি। আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, সরকার সারাদেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এজন্য ৪ এপ্রিল পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর