টোলারবাগ লকডাউন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 02:58:15

করোনাভাইরাস শঙ্কায় মিরপুরের টোলারবাগে আনুমানিক ৪০টি বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে।

স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতে বৈঠক হয় আইইডিসিআর এর৷

শনিবার (২১ মার্চ) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের এসি (দারুস সালাম) মিজানুর রহমান।

তিনি বার্তা২৪.কম-কে বলেন, ঠিক লকডাউন না। যেহেতু ওই এলাকায় একটি ঘটনা ছিল। সেহেতু তিনি ওই এলাকার মানুষের সঙ্গে চলাফেরা মেলামেশা করেছেন। তাই আমরা প্রত্যেক বাসা বাসা গিয়ে ওই এলাকার মানুষকে সচেতন করে দিয়ে এসেছি। তারা যেন বাসা থেকে বের না হন। তাছাড়া ওই এলাকায় চলাচল সীমিত রাখেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সেখানে আনুমানিক ৩০ থেকে ৪০টির মতো বাসাতে আমরা গিয়েছিলাম। বলতে পারেন টোলারবাগ পুরো এলাকা।

অন্যদিকে, হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে। টোলারবাগের ৪০টি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ যে ব্যক্তি মারা গেছেন, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, সেটি চিহ্নিত করা যায়নি। আইইডিসিআর জানিয়েছে, সেখানে আরও আক্রান্ত থাকতে পারেন।

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একটি সার্কুলার জারি করা হচ্ছে। যেন সেখানকার চাকরীজীবীরা ঘরে থাকতে পারেন৷ 

এ সম্পর্কিত আরও খবর