আরো ২ জনসহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:32:21

দেশে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে বাংলাদেশে ১০ জনের শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৬৪টি করোনা সংক্রান্ত কল এসেছে। ৩৪ জনের নমুনা পরীক্ষা করেছি। ১৬ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) ৪৩ জন আছেন। নতুন করে দুইজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে ১০ জনের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। নতুনদের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। আরেকজন প্রবাসীর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, নতুন আক্রান্ত দুইজনেই পুরুষ। একজন যুক্তরাষ্ট্র প্রবাসীর সংস্পর্শে আক্রান্ত। অন্যজন ইতালি ফেরত। আমরা বলছি, পারিবারিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ আমরা দেখছি পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন। আপনাদের সহযোগিতা না হলে কোভিড-১৯ ভাইরাস মোকাবিলা কঠিন হয়ে পড়বে। 

এ সম্পর্কিত আরও খবর